রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব








রিয়াল মাদ্রিদ একটি জনপ্রিয় ফুটবল ক্লাব। এটি অবস্থিত স্পেনের রাজধানী মাদ্রিদে।
একে সংক্ষেপে রিয়াল বলা হয়।
১৯০২ সালের ৬ মার্চ এই ক্লাব প্রতিষ্ঠিত হয়।
এর প্রতিষ্ঠাতা হলেন জুয়ান পাদ্রস।
এটি একটি বিশ্বমানের ফুটবল ক্লাব।


২০০৪ সালে এটি ফিফার শতাব্দীর অর্ডার অব মেরিট লাভ করে। এটি ২০১৮ সালে উয়েফা চ্যাম্পিয়নস লীগে টানা ৩ বার শীর্ষস্থান লাভ করে।
এটি ঘরোয়া খেলায় ৬৪টি শিরোপা জিতেছে এবং  ইউরোপীয় ও সারা বিশ্ব ব্যাপী এটি ২৬টি শিরোপা জিতেছে।

২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিন এর বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবের তালিকায় মধ্যে রিয়াল মাদ্রিদ স্থান দেয়া হয়েছে । যার বর্তমান আয় ৪.১ বিলিয়ন ডলার। এটি এশিয়ায়তেও খুবই  জনপ্রিয় ক্লাব।

ধন্যবাদ সবাইকে।

Comments

Popular posts from this blog

A great cricketer Sakib al hasan

Computer

mobile