বইয়ের বিকল্প হিসেবে জনপ্রিয়তা লাভ করছে ই-বুক





ই-বুক হচ্ছে ইলেকট্রনিক বুক। অর্থাৎ ইন্টারনেট ভিত্তিক বইয়ের কথা বোঝায়। ই-বুকের মাধ্যমে আমরা নানা রকমের বই পড়তে পারি শুধুমাত্র ইলেক্ট্রনিক ডিভাইস গুলো ব্যবহারের মাধ্যমে। মোবাইল,ট্যাব,কম্পিঊটার যেকোন কিছু ধারাই ই-বুক পড়া সম্ভব। আমরা যেকোনো সময় যেকোনো স্থানে  বই পড়তে পারে এই ই-বুকের মাধ্যমে।
বই বহন করার মত বাড়তি ঝামেলা পোহাতে হয় না।
অন্যদিনে অনেক লেখক আছেন যাদের বই প্রকাশিত হয়নি কিন্তু মানুষ তাদের বই ই-বুক থেকে পড়ে।

এতে বই ছাপানোর খরচ বহন করতে হয় না। অনেক গাছ টাকার হাত থেকে বেঁচে যায়।
আমরা ই-বুক ফ্রীতেও পড়তে পারি আবার অনেক ক্ষেত্রে টাকা দিয়েও পড়তে পারি।
আবার অন্যদিকে ই-বুক ব্যবহার মানুষকে বই পড়ার অভ্যাস থেকে দূরে নিয়ে যাচ্ছে। অনেক ক্ষণ স্কীনের দিকে তাকিয়ে বই পড়লে চোখেরও ক্ষতি হতে পারে। তাই একটু সচেতন হওয়া প্রয়োজন।

Comments

Popular posts from this blog

Computer

লন টেনিস

মহাস্থানগড়