নিউজ ওয়েবসাইট করে ইনকাম
আসসালামুয়ালাইকুম।
এখন আপনাদের বলব নিউজ সাইট সম্পর্কে। নিউজ সাইট হল একটি সাইট যেখানে নিউজ অর্থাৎ খবর লিপিবদ্ধ করা হয়।
একটি নিউজ সাইটে সারা বিশ্বের খবরাখবর লিপিবদ্ধ করা যায়। যা পাঠকেরা খূব সহজেই ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে পড়তে পারেন। সারা দেশের খবর, আন্তর্জাতিক খবর, খেলাধুলা,বিনোদন সহ নানা রকম খবর আমরা নিউজ সাইট দেখে পেতে পারি। আপনি যেকোন স্থানে বসে সকল প্রকার খবর জানতে পারেন নিউজ সাইটের মাধ্যমে। নিউজ সাইট গুলো বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। এখন আর আগের মত মার্কেটে গিয়ে নিউজ পেপার কেনার ঝামেলা পোহাতে হয় না। নিঊজ সাইট গুলো দিন রাত চব্বিশ ঘন্টাই সাপোর্ট দিয়ে থাকে।
আপনিও চাইলে একটি নিউজ সাইট খুলতে পারেন ওয়েব ডেভলপারদের সাহায্য নিয়ে কিন্তু সাইটটিকে দাড় করতে আপনাকে পরিশ্রম করতে হবে। অন্তত এক বছর লাগতে পারে এবং এর চেয়ে কম সময়ও লাগতে পারে।
Comments
Post a Comment