মহাস্থানগড়
মহাস্থানগড় দেশের অন্যতম পুরাকীর্তি। এটি বগুড়া জেলায় শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। ১৮০৮ সালে ফ্রান্সিস বুকনন হ্যামিন্টন সর্বপ্রথম স্থানটি আবিষ্কার করেছিলেন।
১৮৭৯ সালে আলেকজান্ডার কানিংহাম স্থানটিকে প্রাচীন পুন্ড্রবর্ধনের ধ্বংসাবশেষ হিসেবে সনাক্ত করেছিলেন।
যে প্রাচীন কালে বাংলার জনপদ ছিল পুন্ড্র।পুন্ড্রদের আবাসস্থলেই পুন্ড্রবর্ধন নামে পরিচিত। পুন্ড্রের প্রাচীন রাজধানী ছিল পুন্ড্রনগর।আনুমানিক ৪ শতকে এ নগর গড়ে ওঠেছিল।পুন্ড্রনগরের বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। মহাস্থানগড়ে রয়েছে অনেক দর্শনীয় জনক স্থান যেমন শাহ সুলতান বলখীর মাজার,পরশুরামের প্রসাদ,খোদার পাথর ভিটা,বৈরাগির ভিটা ইত্যাদি।মহাস্থানগড়ে একটি ব্রাক্ষী লিপি পাওয়া গেছে যাকে বাংলার প্রাচীন লিপি।
২০১৭ সালে মহাস্থানগড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষনা দেয়া হয়।
ধন্যবাদ
Comments
Post a Comment