পাহাড়পুর





 পাহাড়পুর বৌদ্ধ বিহার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। এটি এখন প্রাচীন বৌদ্ধ বিহার। শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে অথবা নবম শতকে এই  বিহার তৈরি করেছিলেন বলে জানা গেছে। এই বিহারের আচার্য ছিলেন অতীব দীপঙ্কর শ্রীজ্ঞান। এর মাটির রং লালচে। এর প্রকৃত নাম হচ্ছে সোমপুর।


তিনশ বছর ধরে বৌদ্ধদের শিক্ষা কেন্দ্র ছিল। উপমহাদেশীয় বিভিন্ন স্থান ছাড়াও চীন,তিব্বত,মালয়েশিয়া বিভিন্ন দেশে থেকে বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন।
১৯৮৫ খ্রীস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করা হয়।

ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

Computer

লন টেনিস

মহাস্থানগড়