স্মার্ট ফোনের ব্যবহার ও তার খারাপ দিক






আমাদের দৈনন্দিন জীবনের বিশেষ একটি অংশ হচ্ছে স্মার্ট ফোন। বর্তমানে এটি আমাদের জীবনের বিশেষ অংশ হয়ে দাড়িয়েছে। এখন আমরা ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগে পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করে থাকি। আগে মোবাইল ব্যবহার করা হত শুধু কথা বলার জন্য কিন্তু এখন ব্যবসার কাজে, শিক্ষায়,অফিসে সব খানে মোবাইল ফোন ব্যবহার করা হয়।

মোবাইল ছাড়া আমরা এখন এক মূহুর্ত কল্পনা করতে পারিনা। যুগের সাথে সাথে তাল মিলিয়ে একের পর এক মোবাইলের উৎপত্তি হয়ে চলছে। মোবাইল চলায় না বর্তমানে এমন লোক পাওয়া খুব কঠিন।

মোবাইল একদিকে যেমন উপকার করে অন্যদিকে এর কিছু খারাপ দিকও রয়েছে। বর্তমান প্রজন্ম মোবাইলের প্রতি অধিক বেশি আর্কষিত। ফলে তারা পড়াশোনা ও অনন্যা কাজে পিছিয়ে পড়ছে। আবার অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে চোখে ও মস্তিষ্ক অনেক প্রভাব পড়ে। তাই এসব যাতে ক্ষতির কারণ না হয় আমাদের সেইদিকে খেয়াল রাখতে হবে।
ধন্যবাদ

Comments

Popular posts from this blog

mobile

A great cricketer Sakib al hasan

আব্রাহাম লিংকন