গ্রাফিক্স ডিজাইনার হতে চাইলে করণীয়






আসসালামুয়ালাইকুম।
আজকে আপনাদের বলতে চাই গ্রাফিক্স ডিজাইন নিয়ে কিছু কথা। গ্রাফিক্স ডিজাইন বর্তমানে জনপ্রিয় একটি পেশা। এই সেক্টরে দক্ষতা অর্জন করে সম্মানী ও সুনাম দুটিই পাওয়া যায়।
গ্রাফিক্স বলতে বোঝায় অঙ্কন করা বা ডিজাইন করা। এই দক্ষতা অর্জন করতে হলে অনেক পরিশ্রম করতে হয়। এবং নিজের চিন্তন দক্ষতাকে গভীর ভাবে কাজে লাগাতে হয়।  কিছু সফটওয়্যারের সাহায্য নিয়ে একজন গ্রাফিক্স এর ডিজাইনার নানা কিছু ডিজাইন করে থাকে। এর জন্য মন থেকে তাকে নিজের চিন্তা শক্তি ব্যবহার করে ডিজাইন করতে হবে।
বর্তমানে গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা ব্যাপক।
বুক কাভার ডিজাইন, শার্ট ডিজাইন, পোস্টার ডিজাইন ইত্যাদি গ্রাফিক্স ডিজাইনের অংশ। এই সেক্টরে যদি কেউ খুব ভালভাবে দক্ষতা অর্জন করতে পারে তবে তার ভবিষ্যৎ উজ্জল। সাফল্য তার কাছে ছুটে আসবে। বাংলাদেশে অনেক সফলকামী গ্রাফিক্স ডিজাইনার রয়েছে। যারা মাসিক ভাবে বিপুল আয় করে থাকুন। গুগলে গিয়ে একটু সার্চ করলেও এর সম্পর্কে আরো অনেক তথ্য পেয়ে যাবেন।
এখন তাহলে শেষ করছি। আবার ফিরব অন্য বিষয় নিয়ে।
ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

A great cricketer Sakib al hasan

Computer

mobile