মীর মোশারফ হোসেন




১৮৪৭ সালে ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় মীর মশারফ হোসেনের  তার জন্ম। পিতা মীর মোয়াজ্জেম হোসেন।
তিনি ছিলেন জমিদার।
মায়ের নাম দৌলতুন্নেসা।

 মোশাররফ হোসেন তার পিতার জমিদারি দেখাশোনা করেন। এরপর তিনি ফরিদপুর নবাব এস্টেটে চাকরি নেন। ১৮৮৫ সালে দেলদুয়ার এসিস্টের ব্যবস্থাপক হন।

তাঁর লেখা প্রায় ৩৪ খানা বই প্রকাশ হয়েছে।

তিনি অনেক রকম অসাধারণ  সাহিত্য,উপন্যাস,গ্যন্থ রচনা করেন। তাঁর  লেখা জনপ্রিয় ও উল্লেখ যোগ্য উপনাস " বিষাদ সিন্ধু"।
তিনি দুই বার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
 তাঁর  প্রথম স্ত্রী আজীজ  উন নিসার(১৮৬৫)।
 দ্বিতীয় স্ত্রী  বিবি কুলছুম (১৮৭৪)।

তিনি দীর্ঘ চল্লিশ বছরের সাহিত্যজীবন অতিবাহিত করেন।


ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

mobile

A great cricketer Sakib al hasan

আব্রাহাম লিংকন