জেলা ওয়েবসাইট করে নিজের একটি যোগ্যতা গড়ে তুলুন






                 picture source : Wekapida
           

জেলা ওয়েবসাইট হল একটি জেলার যাবতীয় তথ্য নিয়ে তৈরিকৃত ওয়েবসাইট। জেলা ওয়েবসাইটে একটি জেলার সংক্রান্ত সকল প্রকার ইতিহাস,উদ্ভাবন,নির্মাণ,ইতি ইত্যাদি নিয়ে লিপিবদ্ধ হয়। একটি জেলা সম্পর্কে পরিপূর্ণ চিত্র পেতে চাইলে জেলা ওয়েবসাইট এর প্রয়োজন অতুলনীয়। জেলা ওয়েবসাইটে সেই জেলার শিক্ষা প্রতিষ্ঠান, অফিস,কর্মক্ষেত্র সহ ঐতিহাসিক নানা স্থানের বর্ণনা দেয়া থাকে।
একটি জেলা ওয়েবসাইট তৈরি করতে এর জন্য ডোমেইন ও হোস্টিং কিনে এবং এর জন্য তথ্য গুলো সংগ্রহ করতে অনেক পরিশ্রম ও টাকা খরচ হবে। কিন্তু  শুরুর দিকে এর থেকে কোন আয় না হলেও এক সময় অনেক আয় হতে পারে। সাথে অনেক সুনামেও অর্জন হবে। বিভিন্ন জায়গা প্রদর্শন সহ বিভিন্ন অভিজ্ঞ ও সম্মানীও লোকের সাথেও পরিচিত বাড়তে।

ধন্যবাদ

Comments

Popular posts from this blog

Computer

লন টেনিস

মহাস্থানগড়