বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়







বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়  জন্ম হয় ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে।
তার পৈত্রিক নিবাস ছিল চব্বিশ পরগনার ব্যারাকপুর গ্রামে। তিনি খুব মেধাবী একজন ছাত্র ছিলেন।
১৯১৪ সালে মাধ্যমিক পরীক্ষা দেন।
১৯১৬ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন।
দুটোতেই প্রথম বিভাগ অর্জন করেন।
তিনি একজন শিক্ষিত ছিলেন। এবং বহুদিন সাহিত্য সাধনা করেছিলেন।

তার দুটি বিখ্যাত উপন্যাস হল অপরাজিতা এবং  পথের প্যাঁচালি।
 এছাড়াও ইছামতি,দেবযান,দৃষ্টিপ্রদীপ ইত্যাদি রয়েছে।
 আর গল্পের মধ্যে আছে  যাত্রাবদল,মেঘমল্লার ইত্যাদি।

তিনি ১৯৫০ সালের ১ সেপ্টেম্বর  মৃত্যুবরণ করেন।

ধন্যবাদ

Comments

Popular posts from this blog

A great cricketer Sakib al hasan

Computer

mobile