মাইক্রোসফট -একটি বিশ্ব মানের সফটওয়্যার






১৯৭৫ সালে ৪ এপ্রিল বিল গেটস,পল অ্যালেন মিলে মাইক্রোসফট সফটওয়্যারটি নির্মিত করেন। এটি একটি বিশ্বমানের সফটওয়্যার। এটি দিয়ে প্রধাণত লেখালেখি কাজ করা হয়। অফিসের গুরুত্বপূর্ণ ফাইল,চিঠি-পত্র ও অন্যান্য অনেক কাজের ক্ষেত্রে এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়। ২০১৩ সালের এটিকে বিশ্বের সবচেয়ে আয়কৃত সফটওয়্যার ও মূল্যবান সফটওয়্যার হিসেবে পরিচিতি দেয়া হয়।
মাইক্রোসফট সফটওয়্যারের প্রতিষ্ঠাতা বিল গেটস বর্তমান বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। বর্তমানে তার আয় ১১০.৩৬০ ইউএস$। তাদের বর্তমান কর্মী সংখ্যা ১৩১৩০০।
মাইক্রোসফট সফটওয়্যার যেকোন অফিস বা প্রতিষ্ঠানের খুব গুরুত্বপূর্ণ অংশ। বিপুল কাজ এর মাধ্যমে সংঘটিত হয়ে থাকে।

Comments

Popular posts from this blog

A great cricketer Sakib al hasan

Computer

mobile