মাইক্রোসফট -একটি বিশ্ব মানের সফটওয়্যার






১৯৭৫ সালে ৪ এপ্রিল বিল গেটস,পল অ্যালেন মিলে মাইক্রোসফট সফটওয়্যারটি নির্মিত করেন। এটি একটি বিশ্বমানের সফটওয়্যার। এটি দিয়ে প্রধাণত লেখালেখি কাজ করা হয়। অফিসের গুরুত্বপূর্ণ ফাইল,চিঠি-পত্র ও অন্যান্য অনেক কাজের ক্ষেত্রে এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়। ২০১৩ সালের এটিকে বিশ্বের সবচেয়ে আয়কৃত সফটওয়্যার ও মূল্যবান সফটওয়্যার হিসেবে পরিচিতি দেয়া হয়।
মাইক্রোসফট সফটওয়্যারের প্রতিষ্ঠাতা বিল গেটস বর্তমান বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। বর্তমানে তার আয় ১১০.৩৬০ ইউএস$। তাদের বর্তমান কর্মী সংখ্যা ১৩১৩০০।
মাইক্রোসফট সফটওয়্যার যেকোন অফিস বা প্রতিষ্ঠানের খুব গুরুত্বপূর্ণ অংশ। বিপুল কাজ এর মাধ্যমে সংঘটিত হয়ে থাকে।

Comments

Popular posts from this blog

Computer

লন টেনিস

মহাস্থানগড়