বিবিসি



 বিশ্বের প্রাচীন এবং অন্যতম বড় গণমাধ্যম  হচ্ছে বিবিসি।
ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের এর সংক্ষিপ্ত রুপ হল বিবিসি। বিবিসি প্রতিষ্ঠিত হয় ১৯২২ সালের ১৮ অক্টোবর।এটি যুক্তরাজ্য ভিক্তিক গনমাধ্যম সংস্থা।

প্রতিষ্ঠাতা হলেন জন রেইথ।

বিবিসি সদর দপ্তর লন্ডন অবস্থিত। বিবিসিমোট ২৮ টি ভাষায় খবর সম্প্রচার করে।
১৯৪১ সালে থেকে বাংলা ভাষার সূচনা করে বিবিসি।
বিবিসি এর কর্মী সংখ্যা ২০৯৫০।
এর আয় ৪.৯৪৫ মিলিয়ন ইউরো।এর অপারেটিং আয় ৩৯.৩ মিলিয়ন ইউরো।
নিট আয় ৩০৮.৬ মিলিয়ন ইউরো।

সারা বিশ্বের নিকট খুবই জনপ্রিয়। এটি চব্বিশ ঘন্টা সংবাদ প্রচার করে থাকে। এর মাধ্যমে আমরা সারা বিশ্ব জুড়ে ঘটিত সব খবর জানতে পারি। বিশ্বের দরবারে অতি পরিচিত এবং সুনাম ধন্য নাম বিবিসি।

ধন্যবাদ

Comments

Popular posts from this blog

Computer

লন টেনিস

মহাস্থানগড়