সাইবার ক্রাইম কী? কিভাবে এর প্রতিকার করা যায়





আসসালামুয়ালাইকুম। এখন আপনাদের সার্ভার ক্রাইম সম্পর্কে জানাতে চাই।
ইন্টারনেটকে ভিত্তি করে যে সকল অপরাধ গড়ে উঠে তাকে সাইবার ক্রাইম বলে।
সাইবার ক্রাইম বেশ আলোচিত হয়ে উঠেছে। বর্তমানে ইন্টারনেটকে ব্যবহার দুর্নীতি বেড়েই চলছে। এমন কি এই কারণে অনেকের জীবন নষ্ট হয়ে গেছে। অনেকে কোন পথ না দিয়ে আত্নহত্যা করেছে।
ইন্টারনেটকে ব্যবহার করে যে কোন মানুষের ব্যক্তিগত তথ্য বা ছবি বা অনন্যা যেকোনো কিছু আত্নসাৎ করে তার ক্ষতি করে দিকে।
অনেক সময় মানুষকে ফাসানোর জন্য অনেক বড় চক্র মিলে চক্রান্ত করে। এরপর মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয়।
এছাড়া ফেসবুককে এই মাধ্যম বিপুল ভাবে ব্যবহার করা হচ্ছে মানুষের ক্ষতি করার জন্য। মেয়েদের বা তিদের পরিবারের ছবি তথ্য নিয়ে ফেক আইডি খুলে এতে অনেক মেয়েদের অনেক রকম সমস্যায় পড়তে হয়। আবার এই ছবি গুলো দিলেই তাদের ব্ল্যাকমেইল করে বিশেষ করে মেয়েদের।

এই ইন্টারনেট একদিকে যেমন ভাল ভাবে ব্যবহার করা যায়। অন্যদিকে খারাপ ভাবেও ব্যবহার করা যায়। তাই নিজেদের রক্ষার্থে আমাদের সচেতন হতে হবে। ফেসবুকে বা অন্য কোন মাধ্যমে নিজেদের ব্যক্তিগত তথ্য বা ছবি শেয়ারে সর্তক থাকতে হবে।
তা না হলে যেকোন সময় অনেক বড় ক্ষতি হতে পারে।

Comments

Popular posts from this blog

Computer

লন টেনিস

মহাস্থানগড়