ই-কর্মাস -ইন্টারনেটে আয়ের বিশাল একটি উৎস








ই-কর্মাস অর্থাৎ ইলেকট্রিক কর্মাস। ইন্টারনেটের মাধ্যমে যে ব্যবসা করা হয় তাকে ই-কর্মাস বলে। বর্তমানে ই-কর্মাস খুবই জনপ্রিয় হয়ে উঠে। ই-কর্মাসের  মাধ্যমে অল্প পুজি ব্যবহার করে যেকেউ ব্যবসা শুরু করতে পারে।
একজন ছাত্র,গৃহিনী, বেকার যুবক সহ যেকেউ ই-কর্মাস এর মাধ্যমে ব্যবসা করতে পারে। কিন্তু এটি এত সহজ নয় এই সেক্টরে উন্নতি করতে চাইলে অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রম বিহীন কিছুই সম্ভব নয়।
বর্তমানে আমরা যে বিক্রয় ডটকম,আলিবাবা,আমাজন সাইট দেখতে পাই এগুলোই হচ্ছে ই-কর্মাস সাইট।
ই-কর্মাস সাইটের  কিছু বাজে দিকও রয়েছে অনেক অসাধু ব্যবসায়ীরা নকল পণ্য বিক্রি করে অনেক মুনাফা আয় করে। অনেকে আবার প্রতারণার চক্র করে টাকা হাতিয়ে নেয় পণ্য না দিয়ে। তাই এইসব ব্যবহারে আমাদের সচেতন হতে হবে।
আপনি যদি ই-কর্মাস ব্যবসা করতে চান তবে সৎ ভাবেই করূন কারণ অসৎ পদক্ষেপ কখনো আপনাকে দীর্ঘদিন সফলতা দিবে না।
ধন্যবাদ

Comments

Popular posts from this blog

Computer

লন টেনিস

মহাস্থানগড়