লন টেনিস
টেনিস বর্তমান বিশ্বের একটি জনপ্রিয় খেলা। অনেকে এটাকে লস টেনিস নামে জানে। যারা এই খেলা খেলে তাদেরকে টেনিস খেলোয়াড় বলে।
টেনিস খেলার জন্য প্রয়োজন একটি ব্যাট যেটি র্যাকেট নামে পরিচিত,একটি বল,একটি জাল।
উইম্বলেডন চ্যাম্পিয়নশীপ, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেন - টেনিসের চারটি বড় প্রতিযোগিতা এই গুলো প্রতি বছর নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়।
টেনিস খেলা দুই ভাবে খেলা যায়:
একজন বনাম একজন
দুইজন বনাম দুইজন
পুরুষ ও নারী নিয়ে গঠিত দলগুলো মিক্সড ডাবলস নামে পরিচিত।
টেনিস খেলা যেখানে অনুষ্ঠিত হয় তাকে টেনিস কোর্ট বলে। টেনিস কোর্টের দৈর্ঘ্যে ৭৮ ফুট এবং প্রস্থে ৩৯ ফুট এবং সিঙ্গেল কোর্ট প্রস্থে ২৭ ফুট হয়ে থাকে। চতুর্ভূজ আকৃতির কোর্টকে দুই ভাগে ভাগ করে এরপর মাঝে একটি জাল টাঙানো হয়ে থাকে। জালের দুই পাশে দু'টি করে চারটি সার্ভিস কোর্ট বিদ্যমান থাকে।
টেনিস খেলায় দুই পক্ষের খেলোয়াড় জালের বিপরীত দিকে এক জন্য অন্য জনের সরাসরি অবস্থান করে। একদিকের খেলোয়াড় বলটি প্রথমে মারে তার অপর দিকের বিপরীত পাশের খেলোয়াড়ের দিকে। একে সার্ভ করা হয়ে থাকে। যে বল মারবে সে হল সার্ভার ও যে বিপরীত প্রান্তে থাকবে সে হল রিসিভার বলে।
ধন্যবাদ
Comments
Post a Comment