অতীশ দীপংকর।





অতীশ দীংপকর ৯৮২ খ্রিস্টাব্দ বিক্রমপুর পরগনার ব্জ্র যোগীনী গ্রামে জন্মগ্রহণ করেছেন।বর্তমানে এটি মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত।তিনি গৌরি রাজ পরিবারের মধ্যম সন্তান। তাঁর  বাসস্থান এখন ও " নাস্তিক পন্ডিতের ভিটা" নামে সকলের সাথে পরিচিত।তাঁর তিন ভাই ছিল।
তিনি তাদের মধ্যে দ্বিতীয় ছিলেন।


মাত্র তিন বছর বয়সে তিনি  সংস্কৃত ভাষায় পড়তে শেখেন এবং বৌদ্ধ ও অবৌদ্ধ ভাষার পার্থক্য বুঝতে শুরু করেন।
তিনি  ২০০ গ্রন্থ রচনা করেছিলেন।


তিব্বতের বৌদ্ধ ধর্ম সংস্কার করা কালীন সময়ে তাঁর  স্বাস্থ্যের অবনতি ঘটে এবং  তিনি ১০৫৪ খ্রিস্টাব্দ ৭৩ বছর বয়সে তিব্বতে লাসা নগরে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Comments

Popular posts from this blog

আব্রাহাম লিংকন

A great cricketer Sakib al hasan

mobile