কিভাবে একটি পডকাস্ট তৈরি করতে হয়










আসসালামুয়ালাইকুম। আজ আমি আপনাদের সাথে কথা বলব কিভাবে পডকাস্ট তৈরি করথে হয় এই ব্যাপারে।
পডকাস্ট হল একটি অডিও তথ্য ভান্ডার।
পডকাস্ট দ্বারা আমরা কোন বিষয় সম্পর্কে ধারণা পেতে পারি।

একটি নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে বানানো হয় পডকাস্ট। এটা আমরা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যেকোনোটা দিয়ে তৈরি করতে পারি।

তাঁর জন্য কিছু সফটওয়্যার বা এ্যাপ রয়েছে। স্লাইডশো,স্কীন রেকোডার,কিনে মাস্টার। আমি কিনে মাস্টার এ্যাপ ব্যবহার করি।

প্রথমে যে বিষয়ে পডকাস্ট তৈরি করতে চাই তার একটি অডিও রেকর্ড করি। সুন্দর ভাবে গ্রহনযোগ্য মূলক তথ্য নিতে হয়।

এর পর কিছু ছবি নিয়ে অডিও রেকর্ডটির সাথে যোগ করে দিলেই হয়ে যাবে।

আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন।

Comments

Popular posts from this blog

Computer

লন টেনিস

মহাস্থানগড়