উইকিপিডিয়া





উইকিপিডিয়া চালু হয় ২০০১ সালে জিমি ওয়েলস এবং ল্যারি সাঙ্গার এর হাত ধরে। গুগলে ডুকে কোন কিছু সার্চ করলে প্রথমে উইকিপিডিয়ার পাতা চলে আসে। বর্তমান এটি বেশ জনপ্রিয় একটি সাইট আমরা খুব সহজেই অনেক তথ্য পেতে পারি।

উইকিপিডিয়া  বহুভাষিক যুক্ত করে একটি অলাভজনক উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত। প্রায় ৩০১ টি ভাষায় ৪০ মিলিয়ন উইকিপিডিয়া নিবন্ধন রয়েছে। ৬ মিলিয়ন উইকিপিডিয়া লিপিবদ্ধ রয়েছে ইংরেজীতে। বাংলাতে এর সুবিধা ভোগের উপায় আছে। আমরা উইকিপিডিয়া ফ্রীতে ব্যবহার করতে পারি ফ্রি বেসিক এর মাধ্যমে।

Comments

Popular posts from this blog

Computer

লন টেনিস

মহাস্থানগড়