কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস





কুহেলিকা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত  অসাধারণ একটি উপন্যাস।
১৩৩৪ বঙ্গাব্দের আষাঢ় মাসে কলকাতা থেকে প্রকাশিত মাসিক নওরোজ পত্রিকায় "কুহেলিকা" উপন্যাসের প্রথম অংশ প্রকাশিত হয়েছিল। কিন্তু এরপর মাসিক নওরোজ পত্রিকা বন্ধ হয়ে যায়।
কিন্তু শেষে সওগাত পত্রিকা তা ধারাবাহিক ভাবে প্রকাশিত করেন। ১৯৩১ সালে এটি প্রথম গ্রন্থকারে প্রকাশিত হয়।

এর প্রধান চরিত্র গুলো হল :
জাহাঙ্গীর - বিপ্লবী স্বদেশী দলের কর্মী,হারুন - তরুণ কবি,প্রমথ - হিন্দু বিপ্লবী,চম্পা,তাহমিনা(ভুণী),ফিরদৌস বেগম


কাহিনী  কিছুটা এমন যে একজন তরুণ কবি হারুনের মেসে তার রচিত 'নারী কুহেলিকা' কবিতা নিয়ে বিতর্ক হয়। জাহাঙ্গীর একজন বিপ্লবী স্বদেশী দলের কর্মী। নারীদের সম্পর্কে তার ধারণা অনেকটা  নেতিবাচক। সে মনে করে নারীরা মায়াজাল ফেলে রাখে। নারীরা হল পথের কাটা আরো অনেক কিছুই তিনি নারীদের নিয়ে ভাবতেন।

জাহাঙ্গীরের সাথে  হিন্দু বিপ্লবী প্রমথের যোগাসূত্র রয়েছে।

ধন্যবাদ

Comments

Popular posts from this blog

mobile

A great cricketer Sakib al hasan

আব্রাহাম লিংকন