কবি আব্দুল হাকিম


 



কবি আবদুল হাকিম আনুমানিক ১৬২০ খ্রিষ্টাব্দে নোয়াখালী জেলার বাবুপুর মতান্তরে চট্টগ্রাম জেলার সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ছিলেন মধ্যযুগের এক বিখ্যাত কবি।
তিনি বাংলা সহ আরবী,ফারসি ও অন্যান্য ভাষায় পারদর্শী ছিলেন। তিনি বাঙ্গালী হয়ে অনেক গর্ব বোধ করতেন।

নুরনামা ছিল তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ।
তার উল্লেখযোগ্য গন্থ্যগুলো হলো ইউসুফ-জুলেখা, লালমতি, সয়ফুলমুলুক, শিহাবুদ্দিননামা, নসীহতনামা, কারবালা ও শহরনামা।


তার লিখা গ্রন্থ্যগুলো হল ইউসুফ-জুলেখা,নূরনামা চারি মোকাম ভেদ,কারবালা ও শহরনামা।




কবি আব্দুল হাকিম ১৬৯০ খ্রিষ্টাব্দে ৭০ বৎসর বয়সে ইন্তেকাল করেন।

ধন্যবাদ

Comments

Popular posts from this blog

Computer

লন টেনিস

মহাস্থানগড়