বাংলাদেশের রপ্তানি খাত





১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে  বাংলাদেশ অর্থনীতি দিক থেকে উন্নতি করেছিল। এক দেশের পণ্য অন্য দেশে পাঠানোকে রপ্তানি বলে।
স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ১৯৭২-৭৩ সালে রপ্তানী আয় ছিল মাত্র ৩৪৮.৩৩ মিলিয়ন মার্কিন ডলার।

 যার সিংহভাগ অর্থাৎ ৯০%  ই আসত পাট ও পাটজাত পণ্য রপ্তানী করে। সেজন্যই পাঠকে বলা হত  সোনালী আঁশ।

সেই সময়ে অন্যান্য প্রধান রপ্তানী পণ্যের মধ্যে অন্যতম ছিল চা শিল্প ও চামড়া শিল্প৷ এর পরে চার দশকে বাংলদেশের রপ্তানী আয় বৃদ্ধি পেয়েছে । বর্তমান বাংলাদেশের প্রধান খাত হল তৈরি পোশাক শিল্প । ২০১৭-১৮ অর্থবছরে এ খাতের আয় ৬,৫১৮.৪৬ মিলিয়ন মার্কিন ডলার।

বিস্কুট , চানাচুর , মুড়ি , শুক্রনো মশলা জাতীয় খাবার রপ্তানির মাধ্যমে বাংলাদেশ বেশ ভালো পরিমাণই বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে।

২০১৭-১৮ সালের পরিসংখ্যান অনুযায়ী সেই বছরে  রপ্তানি খাত থেকে বাংলাদেশের আয় হয়েছিল
 ১,৭৯২ কোটি মার্কিন ডলার ।


ধন্যবাদ

Comments

Popular posts from this blog

Computer

লন টেনিস

মহাস্থানগড়