স্যার ডন ব্রাডম্যান





স্যার ডন ব্রাডম্যান ছিলেন একজন অসাধারণ এবং কিংবদন্তি ক্রিকেটার। ক্রিকেট বিশ্বের এক মহা নায়ক তিনি। তার পুরো নাম হল ডোনাল্ড জর্জ ব্রাডম্যান। তিনি ডান হাতি ব্যাটস ম্যান ও বোলার ছিলেন। উইজডেন শীর্ষস্থানীয় ক্রিকেটার পুষ্কার  ১০বার  ও গ্যারিসোবার্স আট বার লাভ করেছিলেন।



তাঁর জন্ম হয় ১৯০৮সালে ২৭ অগাস্টে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কুটামুন্ড্রাতে।
১৯২৮সালের ৩০শে নভেম্বর ইংলেন্ড্রের বিপক্ষে অভিষেক ঘটান তিনি।
১৯৪৮সালের ১১ অগাস্ট ইংলেন্ড্রের বিপক্ষে তাঁর শেষ টেস্ট ম্যাচ ছিল।

১৯৪৯সালে নাইটহুট সম্মাননা পান তিনি।

১৮অগাস্ট ১৯৪৮সালে ইংলেন্ড্রের সাথে খেলার মধ্যে দিয়ে তার ক্রিকেট জীবনের সমাপ্তি ঘটে।

২০০১সালে  মারা যান  সর্ব কালের শ্রেষ্ট এই ক্রিকেটার।

ধন্যবাদ

Comments

Popular posts from this blog

আব্রাহাম লিংকন

A great cricketer Sakib al hasan

mobile