পল্লী কবি জসীম উদ্দিন।






কবি উসীম উদ্দিনকে পল্লী কবি বলা হত। তিনি একজন কবি,গীতিকার ও ঔপন্যাসিক ছিলেন।
কবি জসীমউদ্দিন ১৯০৩ সালের ১ লা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হল মোহাম্মদ জসীমউদ্দিন মোল্লা। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন। এরপর ঢাকা  বিশ্ববিদ্যালয়ে তিনি  বাংলা বিভাগে ৫ বছর শিক্ষকতা করেছিলেন।
তিনি অনেক অসাধারণ গল্প,কবিতা ইত্যাদি রচনা করেন। তাঁর অবদানের জন্য তাঁকে অনেক ভাবে পুরস্কৃত করা হয়। নকশি কাথাঁর মাঠ এবং সোজন বাদিয়ার খাট তার অন্যতম লিখা কবিতা।


 তার অর্জিত পুরষ্কার গুলি হল:
প্রেসিডেন্ট প্রাইড অফ পারফরম্যান্স,মরণোত্তর স্বাধীনতা পুরষ্কার,বাংলাদেশ সরকারের একুশে পদক,
বাংলা একাডেমি থেকে স্বাধীনতা পুরষ্কার।


সবশেষে ১৩ই মার্চ ১৯৭৬ সালে বাংলার এই পল্লিকবির মৃত্যু হয়।


ধন্যবাদ

Comments

Popular posts from this blog

Computer

লন টেনিস

মহাস্থানগড়