বলিউডের সবচেয়ে আয় করা ছবির মধ্যে একটি পিকে





আমি সাধারণ তেমন সিনেমা দেখিনা। কিন্তু কিছু সিনেমা আছে যা অন্যরকম শিক্ষণীয়। যার প্রতিটি দৃশ্যই থাকে অন্য রকম।আমার দেখা শিক্ষণীয় সিনেমার  নাম হল পিকে সিনেমাটিতে মূল চরিত্রে আছেন আমির খান ও আনুশকা শার্মা।

সিনেমাটি বেশ ভালো ভাবে সমাজের বাস্তব দিক তুলে ধরা হয়েছে। প্রতিটি দৃশ্যই ছিল অতুলনীয়। মানুষ কিভাবে সহজ সরল  মানুষকে থকিয়ে প্রতিনিয়ত ধর্ম ব্যবসা করে চলছে তা খুব সুন্দর ভাবে উপস্থাপনা করা হয়েছে। আমাদের সমাজ অন্ধ বিশ্বাস নিয়ে মগ্ন। ছলনায় পড়ে সরল মানুষেরা নিজের ক্ষতি ঢেকে আনে। এই সিনেমাতে তাই দেখানো হয়েছে। ভন্ড কিছু লোক মানুষকে বোকা বানিয়ে তাদের টাকা আত্নসাৎ করে বড় বড় ইমারত করে তুলছে। অশিক্ষিত মানুষদের সাথে শিক্ষিত মানুষরাও এদের ফাঁদে পড়ে।

আমাদের দেশেও এইসব দেখা যায়। সমাজের লোকেরা এদের শ্রদ্ধার চরম আসরে বসিয়ে রেখেছে। আমাদের এই সব থেকে নিজেদের দূর করতে হবে। আমাদের সচেতন হতে হবে।এদের সামনে মাথা নত করা মানে কোন অন্যায়কে প্রশ্রয় দেয়া।

আজ এই পযর্ন্ত।

আবারো ফিরব অন্য কোন বিষয় নিয়ে।💖

Comments

Popular posts from this blog

A great cricketer Sakib al hasan

Computer

mobile