পল্লীকবি জসীম উদ্দিন।







জসীম উদ্দিনের জন্ম হয় ১৯০৩ খ্রিষ্টাব্দের পহেলা জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে।
তার পিতার নাম আনসার উদ্দীন মোল্লা।
 মায়ের নাম আমিনা খাতুন।
 তার গ্রামের বাড়ি হল ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে।
 তাঁকে পল্লী কবিও বলা হয়।

জসীম উদ্দীন ফরিদপুর রাজেন্দ্র কলেজ হতে বিএ পাশ  করেন।
এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পাশ করেন।কলেজে পড়াকালীন সময়ে তিনি কবিতা রচনার জন্য খ্যাত হয়েছিলেন।

কলেজে অধ্যয়নকালে তিনি কবর কবিতা রচনা করে খ্যাতি অর্জন করেন।


তার বিখ্যাত কাব্যগুলোর মধ্যে  নকশিকাঁথার মাঠ কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় রচিত হয়েছিল।
ধানক্ষেত,বালুচর,সুজন বাদিয়ার ঘাট ইত্যাদি হল তাঁর অনন্যা রচিত গ্রন্থ।


পল্লীকবি জসীম উদ্দিন ১৯৭৬ খ্রিষ্টাব্দের ১৪ মার্চ ঢাকায় মৃত্যু বরণ করেন।

ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

আব্রাহাম লিংকন

A great cricketer Sakib al hasan

mobile