রূপচর্চার প্রয়োজনীয় কিছু টিপস





১.ব্রন আক্রান্ত স্থানে নিম পাতার রস বেটে দিলে বেশ উপকার পাবেন।
২.শশার রস করে মুখে দিলে রোদের পোড়া ভাব কমবে।
৩.কমলার খোসা বাটার সাথে হলুদ মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
৪.এক টমেটো রস করে তাতে তিন-চার ফুটা লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন ত্বকের যেকোনো স্থানের কালো ভাব দূর করতে।
৫.ত্বকের আদ্রতা ধরে রাখতে মধুর ব্যবহার করতে পারেন।
৬.দিনে দুই বার সাবান বা ফেস ওয়াস দিয়ে ত্বক পরিষ্কার রাখা উচিত।
৭.রাতে ঘুমতে যাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে ত্বক পরিষ্কার করে ভাল মানের নাইট ক্রিম ব্যবহার করা উচিত।

Comments

Popular posts from this blog

Computer

লন টেনিস

মহাস্থানগড়