আসসালামুয়ালাইকুম খুব আশা করে এই সাইট খোলা হয়েছে। আশা করি সকলে পাশে থাকবেন। সাইট টাকে একদিন অনেক দূর এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।।।
আব্রাহাম লিংকন
আব্রাহাম লিংকন আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিলেন। একজন সাধারণ রাজনীতি বিদ থেকে তিনি হয়ে উঠেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি ভাল একজন বক্তা,লেখক ও আলোচক ছিলেন। তাঁর জন্ম হয় ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারি। তিনি অত্যন্ত সাধারণ পরিবারের একজন সন্তান তি ছিলেন। তিনি ছিলেন একজন স্বশিক্ষায় শিক্ষত মানুষ। মাত্র ১২ বছর বয়সে তিনি তাঁর মাকে হারান।এরপর তাঁর বাবা আরেকটি বিয়ে করেন। খুব অল্প বয়সেই তাকে সংসারের হাল ধরতে হয়।ছোট খাট ব্যবসা করে সংসার চালাতেন তিনি। লেখাপড়ার প্রতি অনেক আগ্রহ ছিল তার। সেই সময়কার কিছু বিখ্যাত বই যেমন ইশপের ফেবেলস, ডেনিয়াল ডিফোরের রবিনসন ক্রুসো এসব বই তিনি অনেকবার করে পড়েছেন। কিন্তু লিংকনের মাত্র ১৮ মাস প্রাতিষ্ঠানিক লেখাপড়ার সুযোগ হয়। ১৮৩৪ সালে তিনি ইলিয়নের রাজ্য আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হন। নিজের চেষ্টাতে তিনি লেখাপড়া করেন এরপর একজন আইনজীবী হয়ে উঠেন। হুইগ পার্টির নেতা হিসেবে তিনি ৮ বছর রাষ্ট্র নীতিনির্ধারণের কাজ করেছিলেন তিনি। এরপর আবার সেই আইনী কাজে ফিরে যান। লিংকন ছিলেন একজন মিষ্টভাষী এবং বিনয়ী প্রক...
Comments
Post a Comment