চুলের যত্নে কিছু টিপস






১/চুলের ঘনত্ব বৃদ্ধি করতে
ঘন কালো উজ্জ্বল চুল পেতে কার না
মন চায়। মেহেদী পাতা
ব্যবহারে খুব সহজেই পেতে পারেন
স্বাস্থ্যোউজ্জ্বল ঘন  সুন্দর কালো চুল।

প্রনালি
১ কাপ মেহেদী পাতা
বাটা, ২ টেবিল চামচ নারকেল তেল,
২টেবিল চামচ টক দই মিশিয়ে
চুলে লাগিয়ে রাখতে হবে ১ ঘণ্টা। এরপর
শুধু পানিতে চুল ধুয়ে ফেলুন। পরের
দিন শ্যাম্পু করে চুল ধবেন। মাসে
মাত্র ২ বার ব্যবহার করুন চুলে
মেহেদী পাতা। নিজেই দেখতে পাবেন চুল অনেক ঘন
এবং কালো হয়ে গিয়েছে।

২/চুলের রুক্ষতা এবং আগা ফাটা
দূর করতে চাইলে
মেহেদী চুলের জন্য কন্ডিশনারের
কাজ করে চুলের রুক্ষতা এবং চুলের
আগা ফাটা দূর করে।

প্রণালি
১ কাপ মেহেদী পাতা বাটার আর
২ টেবিল চামচ অলিভ অয়েল ও
১ টি ভিটামিন ই ট্যাবলেট মিশিয়ে
নিয়ে চুলে লাগান এই মিশ্রণটি। ১
ঘণ্টা পরে চুল ধুয়ে ফেলতে হবে শ্যাম্পু
করে। সপ্তাহে  ১ দিনের ব্যবহারে
চুলের রুক্ষতা এবং আগা ফাটা
একেবারে বন্ধ হয়ে যাবে।

৩/সাদা চুল ঢেকে ফেলতে পারেন মেহেদী
ব্যবহারে
মেহেদী সাদা চুলের জন্য
হেয়ার কালারের কাজ করে। অনেকের
অল্প বয়েসেই মাথার চুল পেকে
যায়।  তারা
নিয়মিত মেহেদী পাতা ব্যবহার
করলে চুলের সাদাটে ভাব দূর করতে
পারবেন।

প্রনালি
প্রথমে ২ টেবিল চামচ আমলকী গুঁড়ো
১ কাপ ফুটন্ত গরম পানিতে দিয়ে
এতে রঙ চা দিন ১ চা চামচ ও ২
টি লবঙ্গ। এবার এই পানিতে পরিমাণ
মত মেহেদী পাতা বাটা ব্যবহার
করে পেস্টের মত তৈরি করুন।
এই পেস্টটি চুলে লাগিয়ে রাখুন ২
ঘণ্টা। ২ ঘণ্টা পরে চুল সাধারণ
ভাবে ধুয়ে ফেলুন। সাদা চুল ঢেকে
যাবে সহজেই।

৪/খুশকি দূর করতে মেহেদী পাতা
খুশকির সমস্যায় কম বেশি সকলেই
পরে থাকেন।
সমস্যার সমাধান করবে মেহেদী।

প্রণালি
মেথি সারারাত ভিজিয়ে রেখে পরের
দিন বেটে নিন। পরিমাণ মত সরিষার
তেল গরম করে এতে মেহেদী পাতা
দিন। ঠাণ্ডা হলে এই তেলে
মেথি বাটা দিয়ে ভালো করে
মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলের
গোঁড়ায় মাথার ত্বকে লাগান। ২
ঘণ্টা পরে চুল ধুয়ে ফেলুন। খুশকি মুক্ত
হবে চুল খুব দ্রুত।

Comments

Popular posts from this blog

mobile

A great cricketer Sakib al hasan

আব্রাহাম লিংকন