Posts

Showing posts from June, 2019

চুলের যত্নে কিছু টিপস

Image
১/চুলের ঘনত্ব বৃদ্ধি করতে ঘন কালো উজ্জ্বল চুল পেতে কার না মন চায়। মেহেদী পাতা ব্যবহারে খুব সহজেই পেতে পারেন স্বাস্থ্যোউজ্জ্বল ঘন  সুন্দর কালো চুল। প্রনালি ১ কাপ মেহেদী পাতা বাটা, ২ টেবিল চামচ নারকেল তেল, ২টেবিল চামচ টক দই মিশিয়ে চুলে লাগিয়ে রাখতে হবে ১ ঘণ্টা। এরপর শুধু পানিতে চুল ধুয়ে ফেলুন। পরের দিন শ্যাম্পু করে চুল ধবেন। মাসে মাত্র ২ বার ব্যবহার করুন চুলে মেহেদী পাতা। নিজেই দেখতে পাবেন চুল অনেক ঘন এবং কালো হয়ে গিয়েছে। ২/চুলের রুক্ষতা এবং আগা ফাটা দূর করতে চাইলে মেহেদী চুলের জন্য কন্ডিশনারের কাজ করে চুলের রুক্ষতা এবং চুলের আগা ফাটা দূর করে। প্রণালি ১ কাপ মেহেদী পাতা বাটার আর ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ১ টি ভিটামিন ই ট্যাবলেট মিশিয়ে নিয়ে চুলে লাগান এই মিশ্রণটি। ১ ঘণ্টা পরে চুল ধুয়ে ফেলতে হবে শ্যাম্পু করে। সপ্তাহে  ১ দিনের ব্যবহারে চুলের রুক্ষতা এবং আগা ফাটা একেবারে বন্ধ হয়ে যাবে। ৩/সাদা চুল ঢেকে ফেলতে পারেন মেহেদী ব্যবহারে মেহেদী সাদা চুলের জন্য হেয়ার কালারের কাজ করে। অনেকের অল্প বয়েসেই মাথার চুল পেকে যায়।  তারা নিয়মিত মেহেদী পাতা ব্যবহার কর