রূপচর্চার জন্য পাচঁটি দারুন ফেসপ্যাক
জন্মগত ভাবে আমরা অনেকই সুন্দর।অনেকে পর্যাপ্ত রূপচর্চার অভাবে তার সৌন্দর্য হারিয়ে ফেলে।অনেকে সঠিকভাবে রূপচর্চার কারনে আরো সুন্দর হয়ে উঠে। চলুন দেখে নেই রূপচর্চা নিয়ে দশটি দারুন ফেসপ্যাক ১.কাঁচা হলুদ ও মসুর ডাল বেটে অল্প কাঁচা দুধ মিশিয়ে ব্যবহার করলে ত্বকের উজ্জলতা বৃদ্ধি পায়। ২.কয়েক ফোঁটা লেবুর রস এর সাথে কাঁচা হলুদ মিশিয়ে ব্যবহার করলে ত্বকের আদ্রতা বজায় থাকে। ৩.চন্দন কাঠের গুড়া করে টানা এক মাস ব্যবহার করলে পার্থক্য দেখুন আয়নায়। ৪.কাঁচা লেবুর খোসা দাগ আক্রান্ত স্থানে ব্যবহার করুন দাগ কিছুটা হালকা হবে। ৫.মসুর ডাল ও নিমপাতার রস মিশিয়ে ব্যবহার করলে ত্বকের ব্রণের আকার কমবে।