সাফল্য পেতে মূল কিছু কথা
সাফল্য হতে চাইলে কিছু কথা মনে চলা অতীব জরুরি। কথা আমার জীবনের অভিজ্ঞতা থেকে নেয়া। ১. লক্ষ নির্ধারণ করা। সাফল্যের জন্য সর্বপ্রথম লক্ষ ঠিক রাখা খুব প্রয়োজনীয়। ২. লক্ষ পূরণের তাগিদে পরিশ্রম করে যাওয়া ব্যর্থ হয়ে থেমে না থেকে সাফল্য পাওয়া পর্যন্ত কাজ করে যাওয়া। ৩. সময়কে মূল্যায়ন করা। যে ব্যক্তি সময়কে মূল দেয় না সে কখনো উন্নতি করতে পারেনা। ৪. কারো কথায় কান না নিয়ে নিজের জন্য প্রতিটি ক্ষণ একটু একটু করে এগিয়ে যাওয়া। ৫. অবশ্যই লক্ষ্য সৎ রাখতে হবে। সততা বিহীন সাফল্যে সাফল্যের আসল সাধ থাকে না। ৬. নিজের দুনিয়া নিজে ঠিক করা কারো কাজে নত না হয়ে আত্নসম্মানের সাথে এগিয়ে যাওয়া। ৭. আত্নবিশ্বাস সাফল্যের মূল একটি দিক। আত্নবিশ্বাস না থাকলে আমরা কখনোই সফল হতে পারব না। আত্নবিশ্বাসই সাফল্য এনে দিবে। ৮. নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া। ভুল করে ভেঙ্গে না পড়ে ভুল থেকে কিছু শিখতে পেরেছি এমন ধারণা রাখা। একটি ভুল করেছি মানে ভবিষ্যতে এমন হাজার ভুল থেকে বেচে গেছি এমন ভাবে চিন্তা করতে হবে।